আপনার বাচ্চাটা হয়তো এখনো কথা বলতে শেখেনি, অথচ এন্ড্রয়েড ফোনের গ্যালারিতে ঢুকে তার আব্বুর ছবি আনতে পারে আর সেটা দেখে আপনি ভাবছেন, এতটুকুন বাচ্চার কী বুদ্ধি! বড় হয়ে অনেক মেধাবী হবে! কিন্তু সেই সময় আপনার ফোন থেকে বাচ্চার চোখে কী পরিমাণে রেডিয়েশনের প্রকোপ পড়ে, ভেবে দেখেছেন কখনো? আমার কথা না, চিকিৎসকদের দেয়া তথ্যমতে, যেই বয়সে